পিএসএল ফিরছে পাকিস্তানে!
আইপিএলের আদলে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ চালু করেছে পাকিস্তানও। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নামে ইতিমধ্যে একটি আসরও আয়োজন করে ফেলেছে তারা; কিন্তু পাকিস্তানিদের দুর্ভাগ্য নিজ দেশের এই জমজমাট লিগটি গ্যালারিতে বসে উপভোগ করতে পারলো না তারা। পিএসএলের প্রথম আসরেই যে অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতের দুবাই এবং শারজায়!
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে, পিএসএলকে নিজেদের দেশে নিয়ে যেতে। অন্তত করাচি এবং লাহোর ভিত্তিক করা গেলেও লিগটির পূর্ণ আনন্দ তারা পাকিস্তানের ক্রিকেট পাগল মানুষকে দিতে পারবেন।
পিসিবির এক্সিকিউটিভ কমিটির সভাপতি নাজম শেঠি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি খুবই আত্মবিশ্বাসী যে পিএসএলকে পাকিস্তানে নিয়ে আসার জন্য। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জোরেশোরে চেষ্টা অব্যাহত রেখেছি, টুর্নামেন্টটাকে পাকিস্তানে নিয়ে আসতে। কারণ, এটা তো এ দেশেরই টুর্নামেন্ট।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, টুর্নামেন্টের আয়োজকরা ইতিমধ্যে এ বিষয়ে বিদেশী খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা শুরু করেছেন।
নাজম শেঠি বলেন, ‘করাচি এবং লাহোরের কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন যে, বিদেশি ক্রিকেটারদের যেন আমরা বোঝানোর চেষ্টা করি, এখানে এসে খেলার জন্য। তারা যদি পাকিস্তানে এসে খেলতে রাজি হয়, তাহলে আমরা তাদের জন্য সর্বোচ্চ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবো।’
নাজম শেঠি আবার দায়িত্ব পালন করছেন পিএসএল গভর্নিং কমিটিরও। তিনি বলেন, ‘পিএসএল কর্তৃপক্ষ ইতিমধ্যে ডিন জোন্স এবং কেভিন পিটারসেনের সঙ্গেও আলোচনা করেছে। তারা পাকিস্তানে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে।’
পিএসএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ৫টি ফ্রাঞ্চাইজি নিয়ে। নাজম শেঠি জানিয়েছেন, আগামী বছর আরও একটি ফ্রাঞ্চাইজি বাড়বে এবং এখন থেকেই না কি, ৬ষ্ঠ ফ্রাঞ্চাইজি কেনার জন্য অনেকেই লাইন দিয়েছেন পিসিবিতে।’
আইএইচএস/পিআর