ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে নেই মালিঙ্গা

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

হলো না মুস্তাফিজ-মালিঙ্গা দ্বৈরথ। সময়ের সেরা দুই পেসারের মুখোমুখি লড়াই দেখার জন্য মিরপুরের গ্যালারি ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের দুর্ভাগ্য, তাদের দেখা হচ্ছে না মালিঙ্গা-মুস্তাফিজের দ্বৈরথ। হাঁটুর ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না শ্রীলংকার নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে লংকান দলকে নেতৃত্ব দেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

মালিঙ্গার পরিবর্তে শ্রীলংকান দলে ঢুকেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া আর কোন পরিবর্তণ নেই শ্রীলংকা দলে। বাংলাদেশ দলেও কোন পরিবর্তণ নেই। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে মাশরাফিরা।

বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, দাসুন সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), চামারা কাপুগেদারা, সেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুষ্মন্তে চামিরা।

আইএইচএস/পিআর