কুলাসেকেরার জোড়া আঘাত
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করছে শ্রীলঙ্কা। শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে তারা। কুলাসেকেরার জোড়া আঘাতে দারুণ জমে উঠেছে ম্যাচটি।
নিজের প্রথম ওভারের শেষ বলে শেখর ধাওয়ানকে উইকেটরক্ষক চান্দিমালের ক্যাচে পরিণত করেন কুলাসেকেরা। পরের ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে আউট করেন রোহিত শর্মাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারে উইকেট হারিয়ে ৪১ রান। সুরেশ রায়না ৭ ও বিরাট কোহলি ১৪ রানে ব্যাট করছেন।
এর আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমেই ভারতের পেসারদের তোপে পরে তারা। দুই পেসার আশিস নেহরা ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে দলীয় ১৫ রানে দুই উইকেট হারায় তারা। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন হারদিক পাণ্ডে।
চতুর্থ উইকেট জুটিতে মিলিন্দা সিরিবর্দনা ও চামারা কাপুগেদেরা ৪৩ রানের জুটি গড়ে দলের স্কোর একশত পার করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কাপুগেদেরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন সিরিবর্দনা। এছাড়া তিলকারাত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ উভয়ই ১৮ রান করে করেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভারতের পক্ষে পাণ্ডে, অশ্বিন ও বুমরাহ ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন নেহরা।
আরটি/এএইচ/আরআইপি