ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে একাদশে পরিবর্তন আনছে পাকিস্তান

প্রকাশিত: ০৮:২৩ এএম, ০২ মার্চ ২০১৬

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আমিরাতের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শহিদ আফ্রিদির দল। আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ফাইনালে যাওয়ার পথ আটকে যাবে পাকিস্তানের। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের পরিবর্তে আজ মাঠে নামবেন ইমদাদ ওয়াসিম।  

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বিধ্বস্ত হলেও আমিরাতের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বোলিংয়ে সবসময়ই দুর্বার পাকিস্তান। আমির, সামি, ইরফান, রিয়াজদের নিয়ে গড়া সেরা বোলিং অ্যাটাকই তাদের। বিশেষকরে মোহাম্মদ আমির রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে তাদের ব্যাটিং রয়েছে দুচিন্তা। ওপেনিংয়ে ভালো সূচনা পাচ্ছেনা পাকিস্তান। তাই পরিবর্তন আনতে যাচ্ছেন ব্যাটিং ওর্ডারেও। হাফিজের পরিবর্তে আজ সারজিল খানের সাথে ওপেন করবেন খুররম মঞ্জুর। আর তিনে নামবেন হাফিজ।

এদিকে মাঠে নামার আগে একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। কারণ ইনজুরির কারণে দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে এশিয়া কাপে আর পাচ্ছেন না তারা। যদিও তার পরিবর্তে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তামিম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ খেলেছেন তিনি। কাল সেই পাকিস্তানি খেলোয়াড়দের মোকাবেলা করে আবার ক্রিকেটে ফিরছেন এ ওপেনার। তাই ক্রিকেটভক্তরা তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে।

এমআর/পিআর

আরও পড়ুন