ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার আর উর্দু বললেন না রমিজ রাজা

প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০২ মার্চ ২০১৬

জন্মই যার আজন্ম বাংলাদেশ বিদ্বেষ, সেই রমিজ রাজার মুখে এক পোচ চুন-কালি মেখে দিতে পেরেছেন মাশরাফিরা। রমিজের সামনেই আফ্রিদিদের ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেলো বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে যে বাংলাদেশ শ্রেয়তর দল, সেটা চোখে আঙ্গুল দিয়ে গত বছর একবার দেখিয়েছিল টাইগাররা, এবার আবার দেখালো। বুঝিয়ে দিলো, তোমরা যতই নিন্দা করো, আমরা এগিয়ে যাবোই।

বরাবরই বাংলাদেশ-বিরোধী রমিজ রাজা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্ষণে-বেক্ষণে টিকা-টিপ্পনি কাটতে জুড়ি মেলা ভার তার। সেই বাংলাদেশের এই অভাবনীয় উন্নতিও তার চোখে পড়ে না। সুযোগ পেলেই খোঁচা দেয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। সম্প্রতি পিএসএলেই সাকিবের পরিবর্তে ম্যান অব দ্য ম্যাচের জন্য অন্য একজনকে ঢেকে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তার চেয়ে বেশি বিতর্ক ছিল, তামিমকে উর্দুতে কথা বলার প্রস্তাব দিয়ে।

সেই রমিজ রাজা কিন্তু এশিয়া কাপে ধারাভাষ্য দিতে এখন ঢাকায় অবস্থান করছেন। পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের মুুখোমুুখি হয়ে হেরেছিল। ম্যাচে হারের পর পুরস্কার বিতরনি মঞ্চে আফ্রিদির সঙ্গে উর্দুতে কথা বলে বিতর্কেও জন্ম দিয়েছিলেন তিনি। এমন নয় যে আফ্রিদি ইংরেজি জানেন না। তবুও তার সঙ্গে উর্দুতে কথা বলে ম্যাচের প্রতিক্রিয়া নেয়ায় বেশ বিতর্ক তৈরি হয়েছিল।

তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে পরাজিত দলের অধিনায়ক আফ্রিদির সঙ্গে কথা বলতে গিয়ে ইংরেজিতেই কথা বললেন উপস্থাপক রমিজ রাজা। অর্থাৎ, আগের ম্যাচে যে তিনি উর্দুতে কথা বললেন, সেটা ছিল খুব ইচ্ছাকৃত ও উদ্দেশ্য-প্রণোদিত।

আইএইচএস/বিএ