ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

স্বাধীনতা দিবস ক্যারমে চ্যাম্পিয়ন হাফিজুর-শিল্পী

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ মার্চ ২০২৩

বাংলাদেশ ক্যারম ফেডারেশন আয়োজিত স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন হাফিজুর রহমান ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ফারজানা বানু শিল্পী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে হাফিজুর রহমান ২-১ সেটে মোহাম্মদ আলী রবিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এ বিভাগে তৃতীয় হয়েছেন দেশসেরা ক্যারম খেলোয়ার হেমায়েত মোল্লা।

অন্যদিকে নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন আফসানা নাসরীনকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন আফরোজা বানু শিল্পী। এ বিভাগে তৃতীয় হয়েছেন শামসুন্নাহার মাকসুদা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ বলেন, 'স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট আমাদের একটা নিয়মিত আয়োজন। স্বাধীনতার মাসে মহান শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর আমরা এ টুর্নামেন্ট আয়োজন করে থাকি। আমাদের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিক নির্দেশনায় কাজ করে চলেছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।'

ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আগত ৭০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।

আরআই/আইএইচএস/