ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিলার মিলারে পুড়ল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৫ মার্চ ২০১৬

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হলেই কেন যেন মনে হয় ক্রিকেট বিশ্বের সব মহিমা, সব মর্যাদা উপস্থিত হয়েছে ওই ম্যাচে। নিঃসন্দেহে ক্রিকেটের সর্বকালের দুই সেরা প্রতিদ্বন্দ্বীর লড়াই। সেটা হোক টেস্ট, হোক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। এই দুই দলের মধ্যেই তো অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ম্যাচটি। যেখানে দুটি ইনিংস হয়েছিল ৪৩৪ এবং ৪৩৮ রানের। যে ফরম্যাটেই তারা মুখোমুখি হবে, উত্তেজনার পারদ ছড়াবেই। ডারবানের কিংসমিডে শুক্রবার রাতে যেমনটা হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটা বেশ ভালোভাবেই করে নিচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাটের টি-টোয়েন্টি সিরিজ খেলেই তারা উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে। সেই সিরিজের প্রথম ম্যাচটিই অনুষ্ঠিত হয়ে গেলো ডারবানে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৫৭ রানের চ্যালেঞ্জ ৪ বল এবং তিন উইকেট হাতে রেখেই টপকে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

কিলার মিলার খ্যাত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মিলারের ৩৫ বলে ৫৩ রানের ঝঁড়ই প্রোটিয়াদের জয় উপহার দিল। এছাড়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ২৬ বলে ৪০ রানের ঝড় তুলে রানআউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার করা ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানেই দুই বিধ্বংসী ওপেনার এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কককে হারিয়ে বসে স্বাগতিকরা। জেপি ডুমিনিও ফিরে যান ৫ রান করে।

তবে রিলে রুশোকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ফ্যাফ ডু প্লেসিস। দলীয় ৭২ রানে ব্যাক্তিগত ১৯ রানে ফিরে যান রিলে রুশো। একই সময়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান ডু প্লেসিসও। ডেভিড ওয়াইজও আউট হয়ে যান ১৩ রান করে। এরপর ৮ রান করে আউট হন ক্রিস মরিসও। কিন্তু অন্য প্রান্তে ডেভিড মিলার একাই ঝড় তুলে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয়ের প্রান্তে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাউল্টার নেইল সর্বোচ্চ ২৯ রানে নেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অ্যারোন ফিঞ্চের ৪০ এবং মিচেল মার্শের ৩৫ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার করেন ২০ রান এবং গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৭ রান। প্রোটিয়া স্পিনার ইমরান তাহির নেন ২১ রানে ৩ উইকেট। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।

আইএইচএস/এমএস