টি-টোয়েন্টিতে মুশফিকের ফিফটি
এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচ খেললেই টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে ৫০ টি ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন মুশফিক।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের। মুশফিক সেই থেকেই দলের সঙ্গী। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৫৪টি ম্যাচ। যার ৫টিতে ছিলেন না মুশফিক। বাকি ৪৯টিতেই খেলেছেন তিনি। এই ৪৯ ম্যাচে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ ইনিংস ৫০। ২০১৩ সালে মিরপুর স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান করেছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর সেরা পাঁচে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ৪৫টি এবং মাশরাফি বিন মুর্তজা ৪১ টি ম্যাচ।
এমআর/আরআইপি