ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেনিস থেকে নিষিদ্ধ শারাপোভা

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৮ মার্চ ২০১৬

ড্রাগ পরীক্ষায় পজেটিভ প্রমাণিত হওয়ায় টেনিসের সব ধরনের কার্যক্রম থেকে মারিয়া শারাপোভাকে নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের সময়  দেওয়া ড্রাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন পাঁচবারের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

এ বিষয়ে রাশিয়ান এ তারকা বলেন,  অস্ট্রেলিয়ান ওপেনের সময় ড্রাগ টেস্টে আমি ব্যর্থ হয়েছি। আমি নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নিয়েছিলাম। আমি এর পুরো দায় নিচ্ছি। তবে অজান্তেই এই ভুল আমি করে ফেলেছি।

তিনি আরও বলেন, বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার ভক্তদের হৃদয় ভেঙেছি আমি। টেনিস খেলাটাকে কলঙ্কিত করেছি।
 
উল্লখ্য, শারীরিক অসুস্থতার জন্যই গত দশ বছর তিনি মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন শারাপোভা।  কিন্তু এই বছরের শুরুর থেকেই সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। যেটার সম্বন্ধে জানতেন না এই টেনিস সুন্দরী।

এমআর/এমএস