ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেদারল্যান্ডসকে ১৫৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭ এএম, ০৯ মার্চ ২০১৬

এক পাশে একের পর এক উইকেট পড়ছে, অপর পাশে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে একাই মহীরূহ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে রক্ষার চেষ্টা করলেও, অন্য প্রান্তে বাকিরা যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নেমেছে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামনে ১৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ। জিততে হলে ডাচদের করতে হবে ১৫৪ রান। তামিম অপরাজিত থাকলেন ৫৮ বলে ৮৩ রানে।

দুই ওপেনার ভালো সূচনা এনে দিতে পারেননি। ১৩ বলে সৌম্য ১৫ রান করতে পারলেও উইকেট বিলিয়ে এসেছেন বলা যায়। এলবির ফাঁদে পড়েন সাব্বির। মাত্র ৭ বলে ফিরে গেছেন সাকিব আল হাসান। ইন-ফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ৯ বলে ১০ রান করে আউট হয়ে যান। মুশফিক ফিরেছেন কোর না না করেই। আর নাসির আউট হয়েছেন ৩ রান করে।

১৫তম ওভারের জোড়া আঘাত হানেন ডাচ পেসার ফন ডার গার্টেন। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে সরাসরি বোল্ড করেন দলের সেরা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে। মাহমুদউল্লাহ ৯ বলে ১০ রান সংগ্রহ করেন। তবে মুশফিক নিজের নামের খাতা খুলতে পারেননি।

তবে একপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল। ৩৬ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে বাংলাদেশ দলকে সম্মানজনক সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তামিম।

আরটি/আইএইচএস/এবিএস