অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা ইয়াংস্টার ক্লাব
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইয়াংস্টার ক্লাব। শিরোপা জেতার জন্য শেষ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল দলটির। সেই পয়েন্টের খোঁজেই বুধবার বর্ণক সমাজের মুখোমুখি হয়েছিল তারা।
বর্ণক সমাজকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইয়াংস্টার। লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ-উৎসব করে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।
চ্যাম্পিয়নশিপ জেতার মধ্য দিয়ে বহু বছরের প্রতীক্ষার অবসান হলো ক্লাবটির। দীর্ঘ ৩২ বছর পর দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগ হকিতে পা রাখল ঢাকা ইয়াংস্টার ক্লাব।
ইয়াংস্টার ক্লাবের হকির ইতিহাস বেশ পুরনো। দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই খেলছে তারা। ১৯৭৪-৭৫ মৌসুমে হয়েছিল রানার্সআপ। মাঝে প্রথম বিভাগে খেলার পর ৩২ বছর ছিল নিচের সারিতে।
দ্বিতীয় বিভাগের সবশেষ দুই আসর অর্থাৎ ২০১৬ এবং ২০১৮ সালে সুযোগ ছিল প্রথম বিভাগে পা রাখার। সেই দুই আসরে দিলকুশা স্পোর্টিং ক্লাব এবং রায়ের বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়াতে কপাল পুড়ে। রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয় ইয়াংস্টারকে।
একই অবস্থার মধ্যে পড়েছিল এবারের লিগে। রক্তিম সংঘ প্রায় চ্যাম্পিয়নই হয়ে যাচ্ছিল। সেই রক্তিমকে শেষ পর্যন্ত রুখে দিতে সমর্থ হয় তারা। ৬ খেলার ৬টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ইয়াংস্টার। ৬ খেলার ৫টিতে জয় এবং ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে লিগ রানার্স আপ হয়েছে রক্তিম সংঘ।
চ্যাম্পিয়ন হওয়ার পর ইয়াংস্টার ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাক হোসেন মনা বলেন, ‘আমরা এই দিনটির জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলাম। দীর্ঘ ৩২ বছর পর আমাদের দল প্রথম বিভাগে উঠেছে। গেল দুই আসরে আমরা অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। রানার্সআপ ছিলাম। সকলের চেষ্টায় বিশেষ করে আমার কোচ, অফিসিয়াল, খেলোয়াড়দের পরিশ্রমে এই ফল পেয়েছি। প্রথম বিভাগে উঠেছি। সেখানেও আমরা ভালো দল গড়ে প্রতিযোগিতায় নামব।’
আরআই/এমএমআর/এএসএম