ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত ইডেন গার্ডেন

প্রকাশিত: ০৬:৫২ এএম, ১০ মার্চ ২০১৬

ভারত-পাকিস্তানের শ্বাসরূদ্ধকর ম্যাচের জন্য কলকাতার ইডেন গার্ডেন প্রস্তুত বলে জানিয়েছেন বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ক্রিকেটের (সিএবি) সভাপতি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনার রেশ ধরে ধর্মশাল থেকে ম্যাচ সরিয়ে আনা হয়েছে ইডেন গার্ডেনে। এটাকে দুঃখজনক ঘটনা হিসেবেই দেখছেন সৌরভ। তিনি বলেন, ‘এটা একটা দুর্ঘটনা, দুঃখজনক। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অনুরাগ ঠাকুরের কথা ভেবে খারাপ লাগছে। খারাপ লাগছে হিমাচলের মানুষের কথা ভেবেও। এটা দেশের সেরা স্টেডিয়াম যেখানে খুব সহজেই ম্যাচ করা যেত। অবশ্য ২০১১ সালেও আমরা ম্যাচ হারিয়েছিলাম।’

ইডেনে পাক-ভারত ম্যাচ আয়োজন নিয়ে গাঙ্গুলি বলেন, ‘আমরা তৈরি। আমার মনে হয় না এই ম্যাচ আয়োজন করাটা কোনও বাড়তি সমস্যা হবে। এটা শুধু একটা অন্য দল আসবে, খেলবে আর চলে যাবে। আমাদের দায়িত্ব ম্যাচটাকে আয়োজন করা। নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকবে।’

সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোটে হওয়া জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পাকিস্তানকে ভারতের কোন মাঠে খেলতে দেয়া হবে না বলে ঘোষণা দেয় অ্যান্টি-টেররিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই)। তাদের মতে, ‘পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে দিলে সাম্প্রতিক আক্রমণে আমাদের ভারতীয় শহীদ যোদ্ধাদের স্মৃতির প্রতি চূড়ান্ত অপমান করা হবে। যে কোনো মূল্যে এই ম্যাচটি আমরা হতে দেব না, ইডেনের পিচ আমরা খুঁড়ে ফেলব। বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হবে।’

এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ঘোষণা দেন, পাঞ্জাবের পাঠানকোটে হওয়া জঙ্গি হামলার দায় পাকিস্তান স্বীকার না করলে তাদের দলকে ধর্মশালায় নিরাপত্তা দিতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের একটি নিরাপত্তা প্রতিনিধিদল দিন কয়েক আগে ধর্মশালা ঘুরে গিয়ে নেতিবাচক প্রতিবেদন দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত পাকিস্তান আইসিসির কাছে ভেন্যু পরিবর্তণের আবেদন জানালে, আইসিসিও তা মঞ্জুর করে নেয় এবং ম্যাচটি ইডেনে সরিয়ে আনে।

আরএ/আইএইচএস/এবিএস