ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭ এএম, ১০ মার্চ ২০১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। মূল পর্বে উঠার লক্ষ্যে এবার বড় বাঁধা আয়ারল্যান্ড। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দারুণ ভয়ংকর তারা। তাই ম্যাচের আগে চলছে জোড় আলোচনা। তবে শক্তিশালী আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতেই জিতেছে। আর হেরেছে একটি ম্যাচ। বাংলাদেশ যে তিনটি ম্যাচ জয় পেয়েছে তার সবগুলোই ছিল আইরিশদের ঘরের মাঠ বেলফাস্টে।

টি-টোয়েন্টির মত ওয়ানডেতেও এগিয়ে বাংলাদেশ। এ সংস্করণে দুই দল মোকাবেলা করেছে মোট সাতবার। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে টাইগাররা। হেরেছে দুই বার।

তবে একদিক থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই দুই দল নিরেপেক্ষ ভেন্যুতে খেলেছে দুইটি ম্যাচ। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। এই দুইবারই জয় পেয়েছে আইরিশরা।

দক্ষিণ আফ্রিকার ব্রিজটাউনে প্রথমবার আইসিসির এ সহযোগী দেশটির মোকাবেলা করে বাংলাদেশ। সেবার ৭৪ রানে হারে টাইগাররা। এরপর ইংল্যান্ডের নটিংহ্যামে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ।

আবার আইসিসির কোন ইভেন্টে মোকাবেলার কথা ধরলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের একটি জয় পেয়েছে টাইগাররা। ২০১১ বিশ্বকাপে ঢাকায় দারুণ প্রতিযোগিতা শেষে একমাত্র জয়টি আসে ২৭ রানের ব্যবধানে।

আরটি/এমআর/পিআর