এবার মালয়েশিয়া-পরীক্ষা বাংলাদেশের
স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করা বাংলাদেশের সামনে এবার মালয়েশিয়া। জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ওই টুর্নামেন্টের আয়োজক মালয়েশিয়াকে হারাতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় ওমানেরে সালালায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ওমানের চেয়েও ভালো খেলবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বাংলাদেশের প্রধান কোচ মামুন উর রশিদ। অধিনায়ক প্রিন্স লাল সামন্তও মনে করছেন, তারা প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচ আরো ভালো খেলবেন।
জুনিয়র এশিয়া কাপে এবার ‘বি’ গ্রুপ থেকে লড়ছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে জয় পাওয়াতে পুরো দল আছে ফুরফুরে মেজাজে। এর কারণও আছে। স্বাগতিকদের বিপক্ষে জেতা সব সময়ই কঠিন। আর সেই কঠিন কাজটাই টুর্নামেন্টের শুরুর দিন করে দেখিয়েছে বাংলাদেশ।
তবে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে এমন নয়। দফায় দফায় ভিডিও ক্লাস করছেন ছেলেরা। মালয়েশিয়ার শক্তির জায়গা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে একটা পরিকল্পনা ইতোমধ্যে সাজিয়ে নিয়েছেন কোচ মামুন উর রশিদ।
‘মালয়েশিয়া শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা’ -বলেছেন মামুন উর রশীদ।
প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ কোচ বলেছেন, ‘ছেলেরা ডর-ভয়হীন ম্যাচ খেলবে। আমি ওদের চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। সেই পাওয়াকে অর্জন করতেই কাল ছেলেরা মাঠে নামবে।’
আরআই/আইএইচএস/জিকেএস