ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফ্লাট এবং স্লো পিচ নিয়ে চিন্তিত পেসাররা

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১১ মার্চ ২০১৬

পুরো বিশ্ব যেখানে পেস বোলারদের আধিপত্য দেখছে সেখানে ভারতের মাটিতে বৈশ্বিক কোন টুর্নামেন্টে দেখছে ব্যাটসম্যানদের আধিপত্য। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না। সুতরাং, ফ্ল্যাট এবং স্লো পিচ নিয়ে নিজেদের চিন্তা জানিয়েছে পেস বোলাররা।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস বোলারদের জন্য সুবিধা রাখার কথা জানিয়েছেন। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমার মনে হয় ব্যাট এবং বলের সামঞ্জস্য রেখেই পিচ বানানো উচিত। ১৬০ থেকে ১৭০ রান একটা টি-টোয়েন্টি ম্যাচকে চমকপ্রদ করে তুলতে পারে। কিছু নিয়মের অবশ্যই পরিবর্তণ করা দরকার।’

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার রায়ান হ্যারিস বলেন, যদিও বেশির ভাগ পিচ ফ্লাট, স্লো এবং লো; কিন্তু সবগুলো পিচই ভালো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের উপযুক্ত। বেশিরভাগ পিচেই ঘাস নেই; কিন্তু মোহালির পিচে আছে যেটা আমাকে অস্ট্রেলিয়ার পিচের কথা মনে করিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে বোলারদের অবমাননাই করা হয়। ব্যাটসম্যানদের বেধড়ক মারে অনেকে খেই হারিয়ে ফেলেন। আমার মনে হয় বোলারদের কথা ও সবার ভাবা উচিত।’

প্রত্যেক বিশ্বকাপেই পেস বোলাররা রাজত্ব করে আসছে। ভারত বিশ্বকাপের আয়োজক বলে এবার এর ব্যতিক্রম হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরআর/আইএইচএস/এবিএস

আরও পড়ুন