ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

সোমবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আবুধাবিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে এ দুই দল। এর আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যেকার ৮৬ ম্যাচের মধ্যে ৫১টিতে পাকিস্তান আর ৩৫ ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
১.আহমেদ শেহজাদ, ২.মোহাম্মদ হাফিজ, ৩.সরফরাজ আহমেদ, ৪.ইউনুস খান, ৫.মিসবাহ উল হক, ৬.উমর আকমল, ৭.শহিদ আফ্রিদি, ৮.উমর গুল, ৯. ওয়াহাব রিয়াজ, ১০. জুলফিকার বাবর, ১১. মোহাম্মদ ইরফান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
১.অ্যান্টন ডেভিস, ২.কেন উইলিয়ামসন, ৩.ডিন ব্রাউনলি, ৪.রস টেলর, ৫.টম লাথাম, ৬.লুক রঞ্চি, ৭.জেমস নিশাম, ৮.ড্যানিয়েল ভেট্টরি, ৯.এডাম মিলনে/ ন্যাথান ম্যাককুলাম, ১০.ন্যাথান ম্যাকগ্লাসন/কাইল মিলস, ১১.ম্যাট হেনরি/ এডাম মিলনে।