ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও থামছে বৃষ্টি : খেলা হবে তো!

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ মার্চ ২০১৬

টানা চার ঘণ্টা বৃষ্টির পর সোয়া ৭ টার দিকে বৃষ্টি বন্ধ হয়েছিল। আকাশও পরিস্কার হতে শুরু করেছিল। ফলে সময় মত না হলেও দেরিতে ম্যাচ শুরুর সম্ভাবনা জেগেছিল। এ কারণে মাঠ থেকে ত্রিপল সরানোর কাজ শুরু করেছিল মাঠকর্মীরা; কিন্তু এর মধ্যেই আবার বৃষ্টি হানা দেয়। ফলে আবারও কাভারে ঢেকে দিতে হয় মাঠ।

৭.৫৫টার দিকে আবারও বৃষ্টি থেমে আসে। মাঠ ঢেকে দেয়ার কাজে ব্যবহার করা ত্রিপলের ওপর জমে রয়েছে প্রচুর পরিমান পানি। মাঠ কর্মীরা সংশয়ে রয়েছেন, সেই কাভার সরাবেন কি না। কারণ, যেভাবে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে, তাতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরী হয়েছে শঙ্কা।  

৭.৫৫-তে বৃষ্টি থামার কারণে, ৮টায় শুরু হয়েছে মাঠ থেকে ত্রিপল সরানো। একই সঙ্গে চলছে সুপার শপার দিয়ে চলছে মাঠ শুকানোর কাজ। যদিও খুব শঙ্কা রয়ে গেছে, আবার বৃষ্টি আসা নিয়ে।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু হওয়ার কথা রাত ৮টায়। মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলার কারণে যথাসময়ে ম্যাচ শুরু করা গেলো না। তবে আবার কখন শুরু হবে, তা নিয়েও রয়েছে সংশয়। ধর্মশালার ড্রেনেজ ব্যবস্থা মিরপুরের মতই খুব উন্নত মানের। তবে যে পরিমাণ পানি জমেছে, তাতে আর বৃষ্টি না আসলেও মাঠ শুকাতে সময় লাগবে কম করেও এক ঘণ্টা। ফলে, ৯টার আগে আর খেলা শুরুর সম্ভাবনা নেই।

নতুন করে বৃষ্টি এলে মাঠ পুনরায় খেলার উপযোগী করতে কমপক্ষে এক ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন এক গ্রাউন্ডসম্যান। সেক্ষেত্রে রাত ৯টা ১৮ মিনিটের পর যদি বৃষ্টি থাকে তাহলে পরিত্যাক্ত হবে এ ম্যাচটি। কারণ নিয়ম অনুযায়ী ১০টা ১৮ মিনিটে খেলাটি শুরু করতে পারলে সর্বোচ্চ পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করা যেতে পারে। এরপর শুরু হলে তা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব নয়।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রায় সম্পূর্ণ মাঠ কভারে ঢাকা ছিল। দুই স্তরের ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে মাঠের প্রায় পুরো অংশ। তাই বৃষ্টিতে মাঠের ক্ষতিগ্রস্থ হবার সুযোগ খুব কম। কাভারের উপরের পানি শুকাতে কাজ করেছে ৬টি সুপার সপার।  ড্রেনেজ ব্যবস্থা ভালো বলে খুব শীঘ্রই মাঠ খেলার উপযোগী হবে বলে আসা করছেন সবাই।

এদিকে ধর্মশালার তাপমাত্রা কমতে শুরু করেছে। এ মুহূর্তে সেখানকার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। তাই বৃষ্টি থামলেও এমন বৈরি কন্ডিশনে টাইগারদের স্বাভাবিক খেলা হুমকির মুখে পড়তে পারে।

অথচ এ ধরণের পরিবেশেই অভ্যস্ত আইরিশরা। তাই এটা তাদের জন্য বাড়তি সুবিধা হতে যাচ্ছে। শুক্রবার ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। তবে দুপুর ১২টায় দিকে সূর্যের দেখা পাওয়া গেলেও ঝড়ো ঠান্ডা বাতাস বইতে থাকে শহরটিতে। দুপুর ২টার দিকে একটু থামলেও মিনিট ১৫ পরেই আবার হানা দেয় বৃষ্টি।

এর আগে টস হলেও বৃষ্টির কারণে ভেসে গেছে ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। একই সঙ্গে বৃষ্টি না থামলে ভেসে যেতে পারে বাংলাদেশের ম্যাচও। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনো রিজার্ভ ডেও নেই। মাঠে বল না গড়ালে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে।

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন