ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইউরো খেলতে আর বাধা নেই বেনজেমার

প্রকাশিত: ০৮:২৭ এএম, ১২ মার্চ ২০১৬

নিজেদের মাঠে ইউরো ২০১৬ খেলতে আর কোনো বাধা নেই ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমার। ফ্রান্সের ফুটবল সংস্থা বিষয়টি নিসচিত করেছে।

গত বছর ফরাসী মিডফিল্ডার ভালবুয়েনার সেক্সটেপ নিয়ে তাকে ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে বেনজেমার বিপক্ষে। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাকে ফ্রান্সের জার্সি গায়ে মাঠে না নামার নির্দেশ দেয় ফ্রান্স ফুটবল ফেডারেশন। এবারে কিছুটা শিথিল হলো পরিস্থিতি।

ফরাসী ফুটবল সংস্থা জানায় ইউরোর জন্য বেনজেমাকে বাছাই করা হবে। এমনটাও হতে পারে ভালবুয়েনা ও বেনজেমা একই দলে খেলবে।

এমআর/এমএস