ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ব্যাট করছে হংকং

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৬

দু’দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ বাকি থাকতেই। মাঠে নামা শুধু নিয়ম রক্ষার জন্য। তবু এই ম্যাচটি স্কটল্যান্ড এবং হংকংয়ের জন্য মর্যাদার লড়াই। কারণ, ম্যাচটি জিততে পারলে অন্তত একটি জয় নিয়ে তো দেশে ফেরা হবে! সে লক্ষ্যেই নাগপুরে মুখোমুখি হয়েছে দেশ দুটি।

মর্যাদার এই লড়াইয়ে শুরুতে ভাগ্যের খেলায় জিতেছে হংকংই। কয়েন নিক্ষেপে জয়ের পর প্রথম ব্যাটিং বেছে নিয়েছে তারা। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে হংকং। দলের সেরা ব্যাটসম্যান রায়ান ক্যাম্পবেল কোন রান না করেই সাজ ঘরে ফিরে যান। দলীয় রান এ সময় ৯। ৩১ রানে জেমি অ্যাটকিনসন্স এবং ৩৩ রানে বাবর হায়াত ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হংকং।

তবে চতুর্থ উইকেটে মার্ক চাপম্যান এবং অংশুমান রাথ চেষ্টা করছেন হংকংয়ের ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার। ইতিমধ্যে ১৬ রানের জুটি গড়েছেন তারা দু’জন। এ রিপোর্ট লেখার সময় হংকংয়ের রান ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫১। ১১ রান নিয়ে চাপম্যান এবং ৯ রান নিয়ে উইকেটে রয়েছেন অংশুমান রাথ।

আইএইচএস/আরআইপি