ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধর্মশালায় কালও বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ মার্চ ২০১৬

আগের দিন ধর্মশালার দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। আগামীকালের (রোববার) ম্যাচেও বৃষ্টি বাগড়া দিতে পারে। এমনটাই জানিয়েছে ধর্মশালার আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল থেকেই ধর্মশালায় টানা বৃষ্টি হয়েছে। তবে দুপুর দুইটার দিকে বৃষ্টি থামে। যদিও সন্ধ্যার পর আবার শুরু হয় বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পুরো এলাকায় প্রচন্ড শৈত্য প্রবাহ বইছে। গতকালের মত আজও সেখানকার তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। আগামীকালও একই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হলেও সন্ধ্যার পর ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের বিজয়ী দল মূল পর্বে খেলার টিকিট পাবে। কারণ প্রথম দুই ম্যাচ থেকে উভয় দলের পয়েন্ট সমান ৩ করে। যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়, তাহলে রান রেটের বিবেচনায় মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন