টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের সুপার টেনে উঠতে হলে ওমানের বিপক্ষে জিততেই হবে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্বেই শুরু হবে বাংলাদেশের ম্যাচ। তবে তার আগে কয়েন নিক্ষেপে হেরে গিয়েছেন মাশরাফি। আর টস জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওমান অধিনায়ক সুলতান আহমেদ। এর অর্থ, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামবে।
মূলতঃ বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকার কারণেই মূলতঃ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক। সুলতান আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে উইকেট থেকে পেসাররা ভালো সুবিধা পাবে। এ কারণেই মূলতঃ প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আশা করছি বাংলাদেশকে ১৩০-১৪০ রানের মধ্যে বেধে রাখতে পারবো। সর্বোচ্চ চেষ্টাই করবো। কারণ, আমাদের তো আর হারানোর কিছু নেই।’
মাশরাফিও জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। তবে টস তো ভাগ্যের খেলা। এটা আমাদের হাতে নেই। এ নিয়ে চিন্তা করে লাভ নেই। আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে। কারণ, ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ এবং ওমান দলে কোন পরিবর্তণ নেই। আগের একাদশ নিয়েই খেলতে নেমেছে দু’দল।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ এবং আল আমিন হোসেন।
ওমান দল
নিশান মাকসুদ, কাওয়সার আলি, জতিন্দর সিং, আদনান ইলিয়াস, আমির কলিম, সুলতান আহমেদ, মেহারন খান, আমির আলি, এবি লালচিতা, এম আনসারি এবং বিলাল খান।
আইএইচএস/পিআর