ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ ম্যাচে স্বস্তির জয় নেদারল্যান্ডসের

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৩ মার্চ ২০১৬

জিততে হলে ৬ ওভারে করতে হবে ৬০ রান। আয়ারল্যান্ড ৭ উইকেট হারিয়ে থমকে গেলো ৪৭ রানের মধ্যেই। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মরক্ষার লড়াইয়ে ১২ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ডাচ বোলার পল ফন মিকেরান একাই নেন ৪ উইকেট।

বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচ। মাত্র ৬ ওভার করে খেলার সুযোগ পেলো দু’দল। টস হেরে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। সর্বোচ্চ ১৫ রান করেন পল স্টার্লিং। ৯ রান করেন সোরেনসেন। মিকেরান ছাড়াও ২ উইকেট নেন ফন ডার মারউই। ১ উইকেট নেন ফন ডার গাটেন।

প্রথম ম্যাচে ২ উইকেটে ওমানের কাছে হেরে গিয়েছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আইরিশরা। আর নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ৮ রানে হেরেছিল বাংলাদেশের কাছে। দ্বিতীয় ম্যাচ ছিল ওমানের সঙ্গে। ওই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল ডাচদের। শেষ ম্যাচে পেলো স্বস্তির জয়।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন