ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে অশ্বিন!

প্রকাশিত: ০২:০১ পিএম, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ওমান। এই ম্যাচ যে জিতবে সেই চলে যাবে সুপার টেনে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মত দলগুলো; কিন্তু বাংলাদেশের ম্যাচের দিকেই যেন বেশি নজর ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিনের।

নিজের টুইটার পেজে অশ্বিন লেখেন, ‘আমি বাংলাদেশ এবং ওমান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। যদি বাংলাদেশ জেতে তাহলে পুরো দেশ খুশি হবে এবং ওমান জিতলে ক্রিকেট খুশি হবে।’

এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিং করে দলকে শিরোপা জেতান অশ্বিন। তাছাড়া বাংলাদেশের মাটিতে এবং টাইগারদের বিপক্ষে খেলতেও স্বাছন্দ্যবোধ করেন এই অফ স্পিনার। কে জানে হয়তো, বাংলাদেশের মোকাবেলা যেন না করতে হয় এ জন্যে ওমানের জয় কামনা করছেন অশ্বিন!

আরআর/আইএইচএস/এবিএস