ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের বিরতিহীন ধারাবিবরণীতে জাগো এফএমের সাফল্য

প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৫ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শেষ। এবার শুরু হচ্ছে মূল পর্ব। বিশ্বকাপের মূল আকর্ষণই শুরু হয়ে যাচ্ছে আজ। মুখোমুখি দুই শিরোপা প্রত্যাশী ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে কয়েন নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ব্যাট-বলের ধুম-ধাড়াক্কা লড়াই।

৮ মার্চ শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশকেও খেলতে হয়েছিল এ পর্ব। ফলে বাংলাদেশের মানুষের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হয়েছিল মূলতঃ ৮ মার্চ থেকে। ক্রিকেটপ্রেমী মানুষের কথা চিন্তা করে, খেলার লাইভ আপডেট শুনতে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন জাগো এফএম আয়োজন করেছে বিরতিহীন ধারা বিবরণীর।

শুরু থেকে শেষ পর্যন্ত কোন বিরতি ছাড়াই খেলার ধারা বিবরণী প্রচার হওয়ার কারণে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে জাগো এফএমের এই উদ্যোগ। ফলে বিশ্বকাপের শুরু থেকে শ্রোতাদেরও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের মূল পর্বের উদ্বোধনী দিনে ভারত-নিউজিল্যান্ডের খেলার ধারা বিবরণীতে আজ অতিথি হিসেবে থাকছেন মাছরাঙা টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। ধারাভাষ্যকার হিসেবে থাকবেন আলফাজ উদ্দিন আহমেদ এবং এসএম আবদুশ শাকুর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরতিহীন ধারাভাষ্য শুনতে টিউন করুন ৯৪.৪।

আইএইচএস/এমআর/পিআর