ব্যাট হাতে ঝড় তুলবেন যারা
সাব্বির রহমান
টি-টোয়েন্টি মানেই চার ছক্কার এক মহাযজ্ঞ। তাই এর জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। প্রতিটি আসরেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন ব্যাটসম্যানরা। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটবে না। তাইতো সবার নজর সেই সব বিধ্বংসী ব্যাটসম্যানের দিকে, যারা ব্যাট হাতে ঝড় তুলবেন এই আসরে। দেখে নেয়া যাক সে সকল ব্যাটসম্যানদের হালচাল।
সাব্বির রহমান
বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবেই বেশ পরিচিতি তার। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের তান্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার বিশ্বকাপে জ্বলে উঠার পালা। সেই দৌড়ে পিছিয়েও নেই তিনি। বাছাই পর্বে ওমানের বিরুদ্ধে বেশ ভালো নৈপূণ্য দেখিয়েছেন সাব্বির। এখন মূল পর্বে তার ব্যাটিং ঝড় অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
এবি ডি ভিলিয়ার্স
সম্ভবত এবারের বিশ্বকাপেই সমাপ্তি ঘটছে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের। তাই ব্যাট হাতে বিধ্বংসী এই ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন আরও ভয়ঙ্কর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাকিংয়ে ৩৬ নম্বর অবস্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের একের পর এক দারুণ রেকর্ড নিজের দখলে নিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। চলতি বছর ক্রিকইনফো`র সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব অর্জন করেছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশনে তার জোরালো ভূমিকা থাকবে, তা বলাই বাহুল্য। তার স্ট্রাইক রেট ১২৮.৮৯ করে।
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন জেমস ম্যাক্সওয়েলের অভিধানে রয়েছে নুতন নতুন সব শর্ট। টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যুগে ম্যাক্সওয়েল এক রোমাঞ্চের নাম, `দ্য সুপার ম্যাক্সি`! ব্যাটের মত ফিল্ডার সুপারাম্যান তিনি। আর অস্ট্রেলিয়ার সেই সুপারম্যান তারকা প্রতিপক্ষের বোলারদের জন্য এক অতঙ্কের নাম। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও বেশ নৈপূণ্য প্রদর্শনে সক্ষম তিনি। এবারের আসরে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই ওসি ব্যাটসম্যান।
ডেভিড ওয়ার্নার
সব ফরমেটেই একজন সফল খেলোয়াড় তিনি। দীর্ঘ সময় যাবত ব্যাট হাতে বোলারদের বেশ ভালো ভাবেই শাসণ করছেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৭ ম্যাচে ১৫১৮ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১৩৮.৮৮ করে। এবারের বিশ্বকাপে নিজেকে বেশ ভালোভাবেই উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেট তারকা।
ইয়ন মরগ্যান
ইংল্যান্ডের একজন অন্যতম ব্যাটিং তারকা। বর্তমান সময়ের একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে বেশ পরিচিত এই ইংলিশ অধিনায়ক। সীমিত ওভারের ম্যাচে বেশ অভিজ্ঞ মরগ্যান । এবারের আসরের অন্যতম জনপ্রিয় ব্যটসম্যান তিনি। তাই ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিতে পারেন মরগ্যান।

জস বাটলার
ইংলিশ দলের আরেক তারকা ব্যাটসম্যান বাটলার। তার ব্যাটিংকে দক্ষিন আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সাথে তুলনা করা হয়। শুধু কি তাই? বাটলারের রয়েছে ওয়ানডে ম্যাচে ইংলিশদের মধ্যে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৪৬ বলে এই সেঞ্চুরি করেন তিনি। এবারের বিশ্বকাপেও তেমনি জ্বলে উঠতে পারেন তিনি।
মোহাম্মদ শেহজাদ
আফগানিস্তান দলের অন্যতম তারকা ব্যাটসম্যান তিনি। টি-টোয়েন্টিতে একটি শতক ও নয়টি অর্ধশতক রয়েছে তার রানের ঝুলিতে। বিশ্বকাপ আসরের বাছাই পর্বেও বেশ ব্যাট হাতে বেশ আলো ছড়িয়েছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের কাছে এক আতঙ্কের নাম শেহজাদ। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই আফগান ব্যাটসম্যান।
আরএ/আইএইচএস/এবিএস