ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন মুস্তাফিজ!

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৬ মার্চ ২০১৬

তরুণ বাহাতি বোলার মুস্তাফিজুর রহমানকে ভুলে যাননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। মিরপুরের মাঠে বল হাতে তার গতি বেশ ভুগিয়েছেন আফ্রিদিদের। যদিও তখন তাকে চিনত না ক্রিকেট বিশ্ব। তবে নতুন এই বোলারকে সামনে পেয়ে খেই হারিয়ে ফেলেছিলেন শেহজাদ, মোহাম্মদ হাফিজরা। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় তুলে নিয়েছিলেন ২ উইকেট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক চমক দিয়ে চলেছেন তিনি।

যদিও ইনজুরি বেশ ভোগাচ্ছে মুস্তাফিজকে। জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলে ছিটকে যেতে হয় তাকে। ফিরেছিলেন এশিয়া কাপ দিয়ে। কিন্তু তা আর দীর্ঘ হয়নি। ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনালসহ আরো কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবে মূল পর্বে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই পেসারকে।

দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে। আর এমনটা ঘটলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত আবির্ভূত হতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তাই পাকিস্তান দলের নজর এখন এই বোলারের দিকে। কারণ তার বিধ্বংসী বোলিং বিপদে ফেলতে পারে পাক শিবিরে।

মঙ্গলবার বিকেলে ইডেনে বাংলাদেশের নেটে বোলিং অনুশীলন করেছেন মুস্তাফিজ। চোটের কারণে ১৪ দিন বিশ্রামে থাকার পর ধর্মশালায়ও ছোট্ট রানআপে কিছুক্ষণ বোলিং করেছেন। তবে ম্যাচের আগে তার অবস্থা বুঝেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান খালেদ মাহমুদ সুজন।

আরএ/একে/এমএস

আরও পড়ুন