সাকিবের নৈপুন্যে রূপগঞ্জের জয়
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা ৪ ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে লিজেন্ড অব রূপগঞ্জ। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বুধবার প্রাইম দোলেশ্বরকে ২৮ রানে হারিয়েছে তারা। দলটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদলকে নিষিদ্ধ ঘোষণা করার পর দিনই ফতুল্লার মাঠে জয় তুলে নিল রূপগঞ্জ। ফলে সুপার সিক্সে খেলার সম্ভাবনা উজ্জ্বল থাকলো রূপগঞ্জের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। ফলে দোলেশ্বর-রূপগঞ্জ ম্যাচটির ওভার কমিয়ে ৩১ ওভারে আনা হয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩০.১ ওভারে ২১১ রান তুলে অলআউট সাকিব আল হাসানের দল। দলটি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন আশহার জাইদি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। এ ছাড়া নাজমুল মিলন ৩৫, সাকিব ৩০ ও অলক কাপালী ২৩ রান করেন। প্রাইম দোলেশ্বরের পক্ষে ইলিয়াস সানী বল ২৯ রানের বিনিমিয়ে ৩ উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১৮৩ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন প্রাইম দোলেশ্বর। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন ডাভিড মালান। এ ছাড়া মুশফিক ৩২ ও মিজানুর রহমান ২৬ রান করেছেন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে সাকিব ২৭ রান খরচায় নেন ৪ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার প্রিমিয়ার ক্রিকেটে আরো দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।