ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঝড়ের বদলে টর্নেডো দিয়ে ইংল্যান্ডের জবাব

প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৮ মার্চ ২০১৬

এটা কী তবে জোহানেসবার্গের সেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ৪৩৪ ও ৪৩৮ রানের ম্যাচটা টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনছে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা! মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২২৯ রানে বিশাল রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে টর্নেডো গতিতে শুরু করেছে ইংল্যান্ডও।

২৩০ রানের বিশাল লক্ষ্য। কিন্তু ইংল্যান্ড কোনভাবেই ভয় পায়নি। বরং, শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর টর্নেডো বইয়ে দিতে থাকেন দুই ওপেনার জ্যসন রয় আর আলেক্স হেলস। প্রথম ওভারেই কাগিসো রাবাদাকে ৫বার বাউন্ডারিছাড়া করেন ইংলিশ ওপেনাররা। দ্বিতীয় ওভারে ডেল স্টেইনের মত পেসারের ওপর আরও নির্দয় তারা দু’জন। চারটি বাউন্ডারি এবং ১টি ছক্কা। ২৩ রান। ২ ওভারেই ওঠে মোট ৪৪ রান।

তবে ইংলিশদের দুর্ভাগ্য। তৃতীয় ওভারেই কাইল অ্যাবটের হাতে উইকেট দিয়ে দিলেন আলেক্স হেলস। ওভারের ৩য় বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। এরপর জ্যসন রয়ের সঙ্গে জুটি বাধতে আসেন বেন স্টোকস। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৫। জ্যসন রয় ৩৭ এবং বেন স্টোকস রয়েছন ৬ রানে অপরাজিত।

আইএইচএস/আরএস