ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জিমি-আশরাফুলদের প্রথম ম্যাচ জাপানের বিপক্ষে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৯ আগস্ট ২০২৩

চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। এবারের গেমস হকিতে অংশ নেবে ১২ দল। বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে।

গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে লড়বে। গত আসরে বাংলাদেশ ষষ্ঠ হয়েছিল।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।

গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলে পঞ্চম অথবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড

খেলোয়াড়: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

মাহবুব এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

আরআই/আইএইচএস/