ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ৯৭ রান

প্রকাশিত: ১১:৫২ এএম, ১৯ মার্চ ২০১৬

অনেকেই বিষয়টাকে কাকতালীয় হিসেবেই দেখতে চান। তবে আইসিসিই পরিকল্পনা করে একই দিন দুটি ম্যাচের আয়োজন করছে। ইডেনে ভারত-পাকিস্তান মহাযুদ্ধের দিনই দিল্লির ফিরোজ শাহ কোটলায় আরেকটি যুদ্ধ। ইতিমধ্যে সেই যুদ্ধ শুরু হয়েও গিয়েছে। নারী ক্রিকেটারদের এই যুদ্ধে অবশ্য শুরুতেই জয় হয়েছে পাকিস্তানের।

কয়েন নিক্ষেপে জিতলেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সানা মির। আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মিথালি রাজকে। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে অবশ্য বেশ চাপেই রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে মাত্র ৯৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।

পাকিস্তানি নারী ক্রিকেট দলের বোলার আনাম আমিন, আসমাভিয়া ইকবাল, সানা মির, সাদিয়া ইউসুফ কিংবা নিদা দারের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে কোনঠাসা হয়ে পড়েছে ভারত। বলতে গেলে এক তরফা ম্যাচই হচ্ছে যেন দিল্লির ফিরোজ শাহ কোটলায়।

মূলতঃ ৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়েই বিপদে পড়ে ভারত। তৃতীয় উইকেটে মিথালি রাজের সঙ্গে হারমানপ্রিত কৌর জুটি বেধে ২৯ রান যোগ করেন স্কোর বোর্ডে। দলীয় ৩৫ রানের মাথায় ব্যাক্তিগত ১৬ রানে আউট হয়ে যান মিথালি রাজও। চতুর্থ উইকেটে জুটি বেধেছেন হারমানপ্রিত কৌর এবং ভেদা কৃষ্ণমুর্তি। কিন্তু ৪৯ রানের মাথায় উইকেট বিলিয়ে দিতে বাধ্য হন হারমানপ্রিত কৌর। তিনি করেন ১৬ রান।

কৃষ্ণমুর্তি সর্বোচ্চ ২৪ রান করেন। ঝুলন গোস্বামী করেন ১৪ রান। শিখা পাণ্ডে ১০ রান করেন।

আইএইচএস/আরআইপি