ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির শটে হাত ভাঙল নারী ভক্তের (ভিডিও)

প্রকাশিত: ০৭:২৮ এএম, ২২ মার্চ ২০১৬

দূর থেকে মারা শট চলে যায় বারপোস্টের কয়েক ইঞ্চি উপর দিয়ে। সোজা গিয়ে লাগে বিপক্ষে দলের এক নারী ভক্তের হাতে। বল মেরেই হাত উচু করে ক্ষমা চান পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী ফুটবলার লিওনেল মেসি। ম্যাচে বার্সেলোনা ২-২ গোলে ড্র করে ভিয়ারিয়ারলের সাথে অথচ এক পর্যায়ে বার্সা ২-০ গোলে এগিয়ে ছিল।

ম্যাচের এক পর্যায়ে বল নিয়ে এগুতে থাকেন মেসি। সামনে কাউকে না পেয়ে দূর থেকেই শট করেন মেসি। লক্ষ্যভ্রষ্ট শট গ্যালারিতে বসে থাকা ভিয়ারিয়ালের দর্শকের হাতে গিয়ে লাগে। হাত ভেঙ্গে যায় সেই নারী ভক্তের। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



আরআর/এমআর/পিআর