ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়ান গেমস হকি

সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমস হকিতে প্রথম দুই ম্যাচে জাপান ও পাকিস্তানের কাছে সহজেই হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার চীনের হাংজুতে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তনের কাছে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দাপটের সঙ্গে খেলেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মিমো-আশরাফুলরা।

বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ১-০ ও প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। মধ্যবিরতীর পর বাংলাদেশ আরো আক্রমণাত্মক খেলে ৫ গোল আদায় করে নেয়।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সোহানুর রহমান সবুজ। একটি করে গোল পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও রাকিবুল হাসানের। বাংলাদেশ তিনটি গোল হজম করেছে ৩৮, ৩৯ ও ৫১ মিনিটে।

৩০ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ২ অক্টোবর।

আরআই/আইএইচএস