ক্যারিবীয়দের সামনে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা
নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে টস জিতে কেন ফিল্ডিং নিলেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি? প্রশ্নটার জবাব হয়তো ইতিমধ্যেই পেতে শুরু করেছেন ভক্তরা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে যে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব বইয়ে দিচ্ছেন ক্যারিবীয় বোলাররা! রীতমত কোনঠাসা হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৭ রানেই তারা হারিয়ে ফেলেছে দলের সেরা ৫ ব্যাটসম্যানকে।
শুরুতেই হাশিম আমলা দুর্ভাগ্যটা শুরু করে দেন রান আউট হয়ে। প্রথম ওভারেই কুইন্টন ডি ককের সঙ্গে দ্রুত রান নিতে গিয়ে রানআউটের খাড়ায় কাটা পড়তে হয়েছে আমলাকে। এরপর ডু প্লেসিসকে ফিরিয়ে দিলেন আন্দ্রে রাসেল, সুলেমান বেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করে। রিলে রুশো এসে দাঁড়াতেই পারেননি। ২ বল খেলে আউট হয়ে গেলেন কোন রান না করে। গেইলের বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে।
এবি ডি ভিলিয়ার্সের ওপর ভরসা ছিল অনেক। কিন্তু ১২ বল খেলে ১০ রান করে ডোয়াইন ব্র্যাভোর বলে বোল্ড হয়ে গেলেন তিনি। কিলার মিলার নামে পরিচিত ডেভিড মিলার এসেছিলেন আরও বড় প্রত্যাশা নিয়ে; কিন্তু বল খেলে ক্রিস গেইলের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনিও।
৪৭ রানে ৫ উইকেট পড়ার পর ডেভিড ওয়াইজকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলার চেষ্টা করছেন কুইন্টন ডি কক। দু’জন মিলে ইতিমধ্যেই গড়ে ফেলেছে ৩৬ রানের জুটি। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ১৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান। উইকেটে ডি কক ৩৮ এবং ডেভিড ওয়াইজ রয়েছেন ২০ রান নিয়ে।
আইএইচএস/এমএস