ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শোক কাটিয়ে উঠতে পারছে না এখনও মাশরাফিরা

প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৫ মার্চ ২০১৬

ভারতের বিপক্ষে ১ রানে হারের ম্যাচটা এখন অতীত। এই ম্যাচের দুঃখ ভুলে মাশরাফিরা চান সামনে তাকাতে। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, শেষ ম্যাচে অন্তত জয়টা যদি তুলে নিতে পারে বাংলাদেশ দল, তাহলে একটা স্বান্তনা নিয়ে হলেও দেশে ফিরতে পারবে টাইগাররা। সেই জয়টা কী কলকাতার ইডেন গার্ডেনে ধরা দেবে? প্রশ্নটার উত্তর পাওয়ার আগে জেনে নিন, বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থা।

ইডেন গার্ডেনে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক হিসেবে এই ম্যাচটাকে কিভাবে দেখছেন। জবাবে তিনি দলের মানসিক অবস্থার কথা জানান প্রথমে। তিনি বলেন, ‘সবাই শোকের মধ্যে আছে। সবাই আপসেট। তবে কেউ কাউকে দোষ দিচ্ছে না, আবার মেনেও নিতে পারছে না। সবারই এক কথা, এভাবেও হারতে হলো! এ পরিস্থিতিতে কঠিন মানসিকভাবে ফিরে আসাটা।’

ফিরে আসা কঠিন হলেও পেশাদার ক্রিকটোর হিসেবে ওই এক জায়গায় পড়ে থাকতেও রাজি নন মাশরাফি। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে ওখানে পড়ে থাকাটা ঠিক হবে না। ওটা নিয়ে চিন্তা করে আসলে কোন লাভও হবে না। আমি আগেও বলেছিলাম বাংলাদেশর ক্রিকেট ম্যাচ এখানেই থেমে থাকবে না। নিশ্চই সামনে ভালো কিছু আছে। মূল কথা হচ্ছে আমরা ভুল করেছি এটা অস্বীকার করার কোন কারণ নেই। এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমার পরিষ্কার মেসেজ এটাই, এটা নিয়ে চিন্তা করে আরও কোন লাভ নেই। এটা আর ফিরে আসবে না। সামনে আমাদের আরও একটি ম্যাচ ওখানেই ফোকাস দিতে হবে।’

আইএইচএস/আরএস

আরও পড়ুন