সুয়ারেজের নৈপূণ্যে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ড্র
পরিসংখ্যানে এগিয়ে থেকেই উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ দলে যখন থাকে সুরায়েজের মতো খেলোয়াড়, তখন ম্যাচের ভবিষ্যত বলা যে খুব কঠিন তার প্রমাণ মিলল আরেকবার। নিজেদের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারল না নেইমাররা। আন্তর্জাতিক অঙ্গনে লুইস সুয়ারেসের প্রত্যাবর্তনের দিনে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের সাথে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে এরেনা পারনামবোকো স্টেডিয়ামে ভোর ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল।
ম্যাচের শুরুতে বেশ দাপুটে ভঙ্গিমায় খেলতে থাকে নেইমাররা। ফলে প্রথম মিনিটেই উইলিয়ানের দারুণ ক্রসে কোনোমতে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা।এরপর আরো বেশি আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ২৬ মিনিটে নেইমারের পাসে ব্যবধান দ্বিগুন করেন রেনাতো আগুস্তো। তবে মাত্র ৫ মিনিটের ব্যবধানে কাভানি একটি গোল শোধ করে। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরেই উরুগুয়েকে সমতায় ফেরান ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে খেলতে নামা সুয়ারেজ। বাঁ দিক থেকে বল পেয়ে নিখুঁত শর্টে বল জালে জড়ান এই ফুটবল তারকা। বাকি সময় আর কোন গোল না হলে ২-২ গোলের নিয়ে মাঠ ছাড়ে এ দুই দল।
আরএ/এমআর/আরআইপি