লিস্টারসিটিকে হারালো ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লীগে টানা পঞ্চম জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার তারা ১-০ গোলে পরাজিত করেছে লিস্টারসিটিকে। ম্যানসিটির পক্ষে একমাত্র গোলটি করেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এ জয়ে ১৬ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৩৬।
লিস্টারসিটির মাঠে ম্যাচের ৪০ মিনিটে গোল পায় কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির দল। সামির নাসরির পাস থেকে গোলটি করেন ল্যাম্পার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে এটি তার ১৭৫তম গোল। ম্যাচের বাকী সময়ে একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।
জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যানসিটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির ইনজুরি। চোঁটের কারণে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন বেলজিয়ামের এ তারকা। গত শনিবার দিনের অপর ম্যাচে বার্নলি ১-০ গোলে সাউদাম্পটকে, ওয়েস্টব্রম ১-০ গোলে অ্যাস্টোনভিলাকে পরাজিত করে। আর ক্রিস্ট্রাল প্যালেস ১-১ গোলে স্টোকসিটি ও একই গোলে সান্ডারল্যান্ড ড্র করেছে ওয়েস্টহ্যামের সঙ্গে।