ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিউক্যাসেলকে উড়িয়ে দিল আর্সেনাল

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

অলভিয়ার জিরোদের জোড়া গোল। সেই সুবাদে প্রিমিয়র লিগে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিল আর্সেনাল। জিরোদের পাশাপাশি স্যান্টি কার্জোলাও জোড়া গোল করেন ওয়েঙ্গারের দলের হয়ে।

১৫ মিনিটে প্রথ্ম গোল করেন জিরোদ। বিরতির সময় আর কোনও গোল করতে পারেনি আর্সেনাল। বিরতির পরেই কার্জোলা ও জিরোদ পরপর দুটো গোল করেন। এরপর ৬৩ মিনিটে পেরেজ নিউক্যাসেলের হয়ে ব্যবধান কমান। ৮৮ মিনিটে কার্জোলা ফের গোল করেন।