ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোবেনের জোড়া গোলে বায়ার্নের জয়

প্রকাশিত: ০৫:১২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

জার্মানির ঘরোয়া ফুটবল আসর বুন্দেসলিগায় শনিবার রাতে বড় জয় পেয়েছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। এ রাতে ডাচ তারকা আরিয়ান রোবেনের জোড়া গোলে আগসবার্গকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

ম্যাচের ৫৮ মিনিটে বায়ার্নের প্রথম গোলটি করেছেন বেনাতিয়া। এরপর ৫৯ ও ৭১ মিনিটে গোল করেছেন রোবেন। মাঝে ৬৮ মিনিটে গোল করেছেন লিওয়ানদোস্কি।

এ জয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে পেপ গার্দিওলার দল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়স্থানে থাকা উলফসবার্গের সংগ্রহ ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট।