ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের প্রতিপক্ষ সান লোরেঞ্জ

প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

অকল্যান্ড সিটিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো সান লোরেঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মরোক্কোর মাঠ স্তেদিও ডি মারাকেচে খেলার ৪৫ মিনিটেই অবশ্য পাবলো বেরিওন্তোরসের গোলে লিড নেয় আর্জেন্টাইন দল লোরেঞ্জ।  খেলার ৬৭ মিনিটে অ্যাঙ্গেল বারলাঙ্গার গোলে সমতায় ফিরে নিউজিল্যান্ডের দল অকল্যান্ড।

পরবর্তীতে দু’দল গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় মাউরো মাতোস করেন জয় সূচক গোল। আগামী ২০ ডিসেম্বর  ক্লাব বিশ্ব কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।