ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিয়াজ ওয়াকওভার দেওয়ায় চ্যাম্পিয়ন ফাহাদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ডমাস্টার এসপাইরেন্ট-২ দাবা প্রতিযোগিতায় নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছেন আর্ন্তজাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ওয়াকওভার দেওয়ায় ভাগ্য খুলে যায় ফাহাদের।

ফাহাদ রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন। সমান পয়েন্ট পেয়ে ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত রানারআপ হয়েছেন। ফাহাদ রহমান ও পানিসার বিদান্তের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে বেশি জয়ের কারণে ফাহাদ রহমান চ্যাম্পিয়ন হন।

সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগদিস সিদ্ধার্থ তৃতীয় ও বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চতুর্থ হয়েছেন। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গ পঞ্চম, ৪ পয়েন্ট নিয়ে ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ষষ্ঠ, সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান সপ্তম, ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদি অষ্টম ও বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নবম হয়েছেন।

মঙ্গলবার নবম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ রহমান ওয়াকওভার পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বিরুদ্ধে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সাথে, ফিদে মাস্টার পানিসার বিদান্ত ফিদেমাস্টার আরাধ্য গর্গের সাথে, আন্তর্জাতিকমাস্টার জগদিস সিদ্ধার্থ ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ও আন্তর্জাতিক মাস্টার সাতইয়াকি আজারি জোদি গ্র্যান্ডমাস্টার শ্রীরাম জাঁয়ের সাথে ড্র করেন।

আরআই/আইএইচএস/