ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শচীনের বায়োপিকে অভিনয়ে ‘শচীন’ নিজেই

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৬ এপ্রিল ২০১৬

ভারতের কিংবদন্তী ক্রিকেটারদের নিয়ে বায়োপিক তৈরীতে যেন ধুম লেগেছে। আজহার উদ্দিনকে নিয়ে বায়োপিক তৈরী হতে না হতেই তৈরী হয়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এরপর আসছে আরেক কিংবদন্তী শচীন রমেশ টেন্ডুলকারের বায়োপিক। এ বছরের শেষ নাগাদই দর্শকরা দেখতে পারবেন শচীনের বায়োপিক। নামটা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। তবে জানা যাচ্ছে, নামটা হতে পারে, ‘শচীন : অ্যা বিলিয়ন ড্রিম’। ছবিটি পরিচালনা করছেন লন্ডনের পরিচালক জেমস আরসকিন। ছবির ‘টিজার’ মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল।

শচীনের বায়োপিক নিয়ে উপরোল্লিখিত তথ্যগুলো সবই পুরাতন। নতুন তথ্য হলো, এ ছবিতে শচীন টেন্ডুলকারের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং শচীনই। কোনও ভাড়াটে অভিনেতাকে দিয়ে নয়, বরং ক্রিকেটের এই কিংবদন্তিই ‘স্টান্স’ নিয়ে দাঁড়াবেন উইকেটের সামনে। সেই বিখ্যাত মনোনিবেশে।’ ইতিমধ্যে শচীন জানিয়েছেন, ‘বিশ্বের দ্রুততম সব বোলারকে সামলানোর চেয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো অনেক কঠিন কাজ।

টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ ছবিতে আজহারউদ্দিন সাজছেন ইমরাম হাশমি। একতা কাপুর প্রযোজিত এ ছবির দু’দফা পোস্টারও বেরিয়ে গেছে। ছবিতে আজহার- এর জীবনের দুই নারীর চরিত্রে অভিনয় করছেন প্রাচী দেশাই ও নার্গিস ফাখরি। ‘স্পেশাল ২৬’ খ্যাত নীরাজ পাণ্ডে তৈরী করছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এ ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করছেন, সুশান্ত সিং রাজপুত। আর তার স্ত্রী সাক্ষী ধোনির ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা আদবানি। জানা গেছে, তরুণ শচীনের চরিত্রে অভিনয় করবে তার ছেলে অর্জুনই।

‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিম’-এর প্রযোজক নতুন। এ ছবি প্রযোজনা করছে মুম্বাইয়ের ২০০ নট আউট নামের প্রযোজনা সংস্থা। এদের খ্যাতি মূলতঃ তথ্যচিত্র ও বিজ্ঞাপনী চিত্রের ব্যাপারে। এরকম প্রায় ১৫০ ছবি বানিয়েছে ‘২০০ নট আউট’। সে তুলনায় পরিচালক আরসকিন বরং ক্রীড়ামোদীদের কাছে পরিচিত নাম। এরআগে তিনি একাধিক স্পোর্টস ফিল্ম বানিয়েছেন। যার মধ্যে আছে ‘পান্তানি: দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ এ সাইক্লিস্ট’ বা ‘ফ্রম দ্য অ্যাশেস’-এর মতো ছবি। শেষ ছবিটির বিষয় ক্রিকেট।

হইচই না করেই এ ছবির শুটিং চলছে গত এক বছর ধরে। জানা গেছে, সিনেমায় থাকছে শচীন সম্পর্কে না-জানা বেশ কিছু তথ্যও। আসলে এ ছবির মূল চরিত্রে শুধু অভিনয়ই করছেন না শচীন, এ ছবির চিত্রনাট্য তৈরি করার সময়ও নেওয়া হয়েছে তার পরামর্শ। ফলে ক্রিকেটের বাইরে তার ব্যক্তিজীবনের অনেকখানিও আছে এ ছবিতে। তবে খেয়াল রাখা হয়েছে, তথ্যের ভারে এ ছবি যেন তথ্যচিত্র বা গাতনুগতিক ‘বায়োপিক’ না হয়ে যায়। ছবিটি মুক্তি পাওয়ার কথা বিশ্বজুড়ে। অন্তত ২০০০টি প্রেক্ষাগৃহে।

আইএইচএস/পিআর

আরও পড়ুন