ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবলে বাংলাদেশের ২ ধাপ অবনমন

প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনমন হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। আগে র‌্যাঙ্কিংয়ের ১৬৩তম স্থানে ছিল বাংলাদেশ। তবে বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৫তম স্থানে।

তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের উপরেই রয়েছে বাংলাদেশ। এক ধাপ নিচে নেমে যাওয়া ভারত রয়েছে ১৭১ এ। এছাড়া ৩ ধাপ নিচে নামা শ্রীলঙ্কা রয়েছে ১৭২, ৭ ধাপ নিচে নামা নেপাল ১৮৬ এবং ৫ ধাপ নিচে নামা পাকিস্তান রয়েছে ১৮৮তম স্থানে।

সাফভুক্ত দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে রয়েছে মালদ্বীপ (১৩০)। আফগানিস্তান রয়েছে ১৪৩তম স্থানে। এশিয়ার মধ্যে সেরা র‌্যাঙ্কিং ইরানের। দেশটি রয়েছে ৫১তম স্থানে। জাপান রয়েছে ৫৪তম স্থানে। নতুন র‌্যাঙ্কিংয়ে সেরা ২৩টি দেশের অবস্থানে কোনো হেরফের হয়নি।