ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুইক সিটি কলেজ রাগবি প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৪

শুক্রবার থেকে শুরু হয়েছে কুইক সিটি কলেজ রাগবি প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, ক্যামব্রিয়ান কলেজ ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বিজনেস কনসালটিং এর পৃষ্ঠ পোষকতায় এই টুর্নামেন্টের খেলা পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ১৯-০০ পয়েন্টে ঢাকা কামার্স কলেজকে, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ৫-০০ পয়েন্টে ইমপিরিয়াল কলেজকে, ক্যামব্রিয়ান কলেজ ১৫-০৩ পয়েন্টে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজকে এবং গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ৮-০০ পয়েন্টে কবি নজরুল কলেজকে হারিয়ে শুভ সূচনা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইক সিটি রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওলিউল্লাহ বুলবুল এবং পরিচালক মাহমুদ হাসান নোমান, বাংলাদেশ বিজনেস কনসালটিং-এর বিজনেস এক্সজিকিউটিভ কে এম ওয়াজেদ আলী মাসুম।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সহসভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সম্পাদক সাঈদ আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।