ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনীতে ভিন্ন আমেজ

প্রকাশিত: ০৪:২০ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে ভিন্ন আমেজ। এবারই প্রথমবারের মতো  একই সময়ে টিভি দর্শকরা দেখতে পাবেন দুই দেশের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার তেমনটাই জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পক্ষ থেকে।

জানা গেছে, এবারের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আষ্টেলিয়ান অংশের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে মেলবোর্নে। নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ক্রাইস্টচার্চে। দর্শকেদের জন্য দুই দেশের উদ্বোধনী অনুষ্ঠান একই সঙ্গে টিভির পর্দায় দেখানো হবে। দুই দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়ানরা যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে তাতে থাকছে আতশবাজির, বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটারদের উপস্থিতি। সেখানে অস্ট্রেলিয়ান চিত্রজগতের কিংবদন্তি তারকারাও উপস্থিত থাকবেন।

অপরদিকে, নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানেও নাচ-গান ও আতশবাজির ঝলক থাকছে। তবে নিউজিল্যান্ডের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অপেরা-ত্রয়ী সোলোথ্রি মিও, গায়িকা গিনি ব্ল্যাকমোর এবং ক্ল্যাসিকাল মিউজিক তারকা হেলে ওয়েস্টেনরা। এ ছাড়া অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দিতে থাকছে স্যার রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিংদের মতো ক্রিকেট তারকাদের উপস্থিতি।

দু’টি উদ্বোধনী অনুষ্ঠানই দর্শকদের জন্য ফ্রি বা উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নিউজিল্যান্ডের অনুষ্ঠানে টিকেটিংয়ের কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। তবে অস্ট্রেলিয়ার উদ্বোধনী অনুষ্ঠানটিতে যোগ দিতে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিক বিনামূল্যের টিকেট সংগ্রহ করতে হবে দর্শকদের।

আসরের উদ্বোধনী অনুষ্ঠান দু’টি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায়। স্টার স্পোর্টস ও এর সহযোগী চ্যানেলগুলো উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।