ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লিভারপুলের নাটকীয় ড্র

প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রবিবার রাতে বিগ ম্যাচের লড়াইয়ে আর্সেনাল-লিভারপুল কেউই জয় পায়নি। অতিরিক্ত সময়ের গোলে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ড্র করে লিভেরপুল।

শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে দুই দল খেললেও গোলের দেখা পেতে অপেক্ষা হয় প্রথমার্ধের একেবারে শেষ পর্যন্ত। ম্যাচের ৪৫ মিনিটে জর্ডান হেন্ডারসনের বাড়ানো বলে কুটিনহো গোল করলে এগিয়ে যায় লিভারপুল। লিভারপুলকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ম্যাথিউ দেবুশি। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে তার গোলে খেলায় সমতায় ফিরে আর্সেনাল।
   
ব্রেন্ডন রজার্সের দলকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেপে ধরে আর্সেনাল। একের পর এক আক্রমণ করে স্বাগতিকদের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েও গোল অবশ্য পাচ্ছিল না তারা। অবশেষে ৬৫ মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড জিরুর গোলে  এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের দল।  

পিছিয়ে পড়া লিভারপুল আরও বিপদে পড়ে যায় ১০ জনের দলে পরিণত হয়ে। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন  দলটির ইতালিয়ান স্ট্রাইকার বোরিনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে অ্যাডাম লালানার কর্নার থেকে নিখুঁত হেডে স্বাগতিকদের স্বস্তি এনে দেয়  মার্টিন স্করটেল।  ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে লিভারপুল।