ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভেন্যু হস্তান্তর সঠিক সময়েই

প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ব্রাজিল। সঠিক সময়ের মধ্যে স্টেডিয়াম ও অবকাঠামো প্রস্তুত করতে ব্যর্থ হয় আয়োজকরা। তা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাদের। অলিম্পিক আয়োজন করতে গিয়ে সেই তিক্ত অভিজ্ঞতা আর পেতে চায় না তারা। তাইতো অবকাঠামোর কাজ চলছে পুরোদমে।

২০১৬ সালের ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ব্রাজিলের রিও নগরীতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। রিও শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে প্রায় ১ দশমিক ১৮ বর্গকিলোমিটার জুড়ে বিশাল অলিম্পিক পার্ক নির্মাণ চলছে পুরোদমে। এটা আয়োজন করতে দেশটির মোট খরচ হবে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

রিওর মেয়র এদুয়ার্দো পেজ জানিয়েছেন, আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই প্রথম ভেন্যুটি তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘এটা বড় এক চ্যালেঞ্জ, তাইতো আমরা সবাই নেমে পড়েছি। সবকিছু সময়মতো শেষ করতে আমরা সঠিক পথেই রয়েছি। তাই বলে আমরা কিন্তু মোটেও নির্ভার নই।’