ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় আসছে বুসান আই পার্ক

প্রকাশিত: ০৫:২৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

বৃহস্পতিবার ঢাকায় আসছে দক্ষিণ কোরিয়ান ফুটবল দল বুসান আই পার্ক। মূলত পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে প্রীতি ফুটবল খেলতেই বুসান আই পার্কের বাংলাদেশ আগমন। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ জামাল-বুসান আই পার্ক ম্যাচটি।

শক্তির বিচারে কোরিয়ান দলটি এগিয়ে থাকলেও এই ম্যাচের আগে উজ্জ্বীবিত শেখ জামাল শিবির। সম্প্রতি থাইল্যান্ডে কিংস কাপের শিরোপাজয়ী শেখ জামাল ক্লাব ইতোমধ্যে রণপ্রস্তুতিও শুরু করেছে কোচ মারুফুল হকের অধীনে, চলছে নিবিড় অনুশীলন।

শেখ জামাল যেমন বাংলাদেশের পেশাদার লিগ ফুটবলের শিরোপাধারী দল তেমনি বুসান আই পার্ক কোরিয়ার শীর্ষ লিগে (কে লিগ) চারবারের চ্যাম্পিয়ন দল। বর্তমানে কোরিয়ার সেরা ৪ দলের একটি হলো বুসান আই পার্ক। এরপরও কোরিয়ান দলটির বিপক্ষে ভালো ফুটবল খেলার প্রত্যয় শেখ জামাল শিবিরে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব
হিমেল, সোহেল, মাসুদ, উসমান, মুন্না, রায়হান, লিঙ্কন, ইয়াসিন, নাসির, দিদার, কেস্ট, জামাল, সোহেল, শরিফ, রাজু, রানা, রনি, মামুনুল, তকলিস, রুবেল, ওয়েডসন এবং এমেকা।

বুসান আই পার্ক
উন সুন হাইয়ো, কিম উন ডং, লি জিন হ্যাং, পার্ক হেইল, পার্ক সিহউন, কু ইউন জুন, লি কাইয়ুনগ্রিউল, উন ডং মিন, পার্ক ইয়ংজি, জুং সিওক ওয়া, উ জিনু, লি চেংগিউন, জিওন সুংচেন, কিম চেন ইয়ং, জু সি জং, কেউন জিনিয়ং, কিম জিমিন, কিম কি ইয়ং, লি চিওন উন, লি গায়ো সুং, কিম জিনয়ু, সিও হংমিন এবং লি জো ইয়ং।