ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

যে ৫ কাজে চ্যাটজিপিটি হতে পারে পরম বন্ধু

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ২৩ জুন ২০২৫

চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়েই এসেছে।প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে।

আবার এমন কিছু কাজ আছে যেগুলোতে চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে তা আপনি চিন্তাও করেননি। চ্যাটজিপিটি নানাভাবেই সাহায্য করতে প্রস্তুত। কিন্তু সে যে এই কাজগুলোও পারে তা আগে জানা না থাকায় হয়তো একটু দেরিই হয়েছে আপনার। আসুন জেনে নেওয়া যাক আরও কী কী কাজে আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগাতে পারেন-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সপ্তাহের প্ল্যান করতে পারেন
সারা সপ্তাহের প্ল্যানগুলো অনেকেই করে রাখেন কাজের চাপ হালকা করতে। কিন্তু সেজন্য পাঁচটা অ্যাপ ঘাঁটতে হয়। এখন সেসব ঝঞ্ঝাট অতীত। চ্যাটজিপিটি একাই অনেক! আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্রিজে কী আছে না আছে এবং আপনার সময়সীমা জানিয়ে দেন। অবাক হয়ে দেখবেন আপনার প্রাতঃরাশ, দ্বিপ্রাহরিক ও রাতের খাওয়ার তালিকা বানিয়ে ফেলেছে আপনার প্রিয় চ্যাটবট। এ তো গেল খাওয়া দাওয়া। জামাকাপড় কবে কী পরবেন? স্রেফ কাচা জামাকাপড়ের তালিকা দিয়েদিন। সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার শিডিউল। ব্যাস, সারা সপ্তাহের পোশাকের ‘রস্টার’ রেডি!

সন্তানকে গল্প শোনাতে পারে চ্যাটজিপিটি
আপনার সন্তান গল্প শুনতে ভালোবাসে? বলতে বলতে আপনার স্টক ফুরিয়ে আসার জোগাড়! নতুন গল্প আর বানাতেও পারছেন না। এই মুহূর্তে আপনার মুসকিল আসান হতে পারে চ্যাটজিপিটি। ঝটপট কয়েকটা ডিটেইল কেবল চ্যাটজিপিটির সামনে হাজির করুন। যেমন, সন্তানের নাম, প্রিয় পশু, কোন খেলনা বুকে জড়িয়ে সে ঘুমোয় ইত্যাদি। দেখবেন সেসব মিলিয়ে গল্প বানিয়ে ফেলেছে চ্যাটজিপিটি। কেবল তাই নয়। আপনি যদি চান রূপকথা বানাতে, সেটা জানিয়ে দিন। আবার তা না করে একটু অন্য স্বাদে গল্পটা বুনতে চাইছেন, সেটাও জানান। যেমন চাইবেন, তেমন গল্প দ্রুত হাজির করে দেবে আপনার ‘প্রদীপের দৈত্য’ তথা চ্যাটজিপিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভ্রমণের পরিকল্পনা
ধরুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ট্র্যাভেল ওয়েবসাইট থেকে সেখানকার দর্শনীয় স্থানের তালিকা দেখে নিলেন। কিন্তু চ্যাটজিপিটি এখানেও এক কদম এগিয়ে রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী, কোনগুলো গেলে সবচেয়ে আনন্দ পাবেন সব ক্রম ধরে জানিয়ে দেবে। আসলে বেড়াতে গেলে কেউ চান সেখানকার সেরা খাবারগুলো খেতে। কারো আগ্রহ ঐতিহাসিক স্থানগুলি ঘুরবেন। কেউ কেউ স্রেফ প্রকৃতির কোলে ছুটির আমেজ উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার পছন্দমতো সেরা স্পট বলে দেবে চ্যাটজিপিটি। জানিয়ে দেবে পৌঁছনোর ‘স্মার্ট’ রুট! এবং চাইলে সেখানকার স্থানীয় ভাষার প্রয়োজনীয় শব্দগুচ্ছের তালিকা পর্যন্ত ধরিয়ে দেবে মুহূর্তে!

ব্যাংক-বিমার পলিসি বুঝিয়ে দেবে
বিমার পলিসি বুঝতে হিমশিম খাচ্ছেন? ক্রেডিট স্কোর কীভাবে হ্যান্ডল করবেন বুঝতে গিয়ে চুল খাড়া হয়ে যাচ্ছে? চ্যাটজিপিটি আছে তো। সবকিছু বুঝিয়ে দেবে সহজেই। কেবল আপনাকে সযত্নে তাকে প্রম্পট করে দিতে হবে কী চাইছেন। একেবারে দৈনন্দিনের প্রয়োজনীয় ভাষায় সত্যিই বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে দেবে এই চ্যাটবট।

বিজ্ঞাপন

কবিতা, গল্প লিখুন
বান্ধবী কবিতা পড়তে ভালোবাসে। ভাবছেন তাকে ইমপ্রেস করতে কবিতা লিখবেন। কিন্তু কলম থমকে আছে শূন্য সাদা কাগজের উপরে! কিংবা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নাম কী দেবেন বুঝতে পারছেন না। স্রেফ ঠিকমতো বুঝিয়ে বলুন কী চাইছেন। চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন