ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আরোগ্য অ্যাপ: ঘরে বসেই যেভাবে করোনা-ডেঙ্গু পরীক্ষা করাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৬ জুন ২০২৫

আরোগ্য অ্যাপ হলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যা বিশেষ করে কোভিড-১৯, ডেঙ্গু, সর্দি-কাশিসহ নানা স্বাস্থ্যসেবা ডিজিটালভাবে জনগণের কাছে পৌঁছে দিতে তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে করোনা, ডেঙ্গু ঘরে বসেই টেস্ট করাতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক ঘরে বসেই কীভাবে করোনা বা ডেঙ্গু টেস্ট করাতে পারেন আরোগ্য অ্যাপ ব্যবহার করে-

অ্যাপটি ডাউনলোড ও রেজিস্ট্রেশন
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আরোগ্য হেলথ বা সংশ্লিষ্ট সরকার অনুমোদিত অ্যাপ ডাউনলোড করুন (নাম মাঝে মাঝে আপডেট হতে পারে)। এবার জাতীয় পরিচয়পত্র বা মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করুন।

লক্ষণ মূল্যায়ন করুন
অ্যাপে একটি সেলফ অ্যাসিসমেন্ট বা উপসর্গ যাচাই অপশন থাকে। আপনার উপসর্গ যেমন জ্বর, কাশি, গলা ব্যথা বা র‍্যাশ এসব উল্লেখ করুন।

পরামর্শ ও টেস্ট রিকমেন্ডেশন
যদি আপনার উপসর্গ সন্দেহজনক হয়, অ্যাপ আপনাকে করোনা বা ডেঙ্গু টেস্ট করানোর জন্য নিকটস্থ কেন্দ্রের তথ্য ও সময়সূচি সরবরাহ করবে। আবার এটি সরাসরি নমুনা সংগ্রহের আবেদন করতেও সাহায্য করে।

টেস্ট বুকিং বা নমুনা সংগ্রহ
টেস্ট বুক করার পর আপনি এসএমএস বা অ্যাপের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় ও স্থান পাবেন। অনেক ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে হোম স্যাম্পল কালেকশন সার্ভিস পাওয়া যায় নির্দিষ্ট ফি দিয়ে।

ফলাফল দেখা
টেস্টের ফলাফল অ্যাপের মাধ্যমেই জানা যাবে। নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হয়।

আরোগ্য অ্যাপের আরও বেশ কিছু সুবিধা রয়েছে, আসুন জেনে নেই-

১. ডিজিটাল স্বাস্থ্য পরামর্শ
আপনি যদি অসুস্থ হন, তাহলে অ্যাপের মাধ্যমে লাইভ চ্যাট বা ভিডিও কনসালটেশন করতে পারেন সরকারি ও বেসরকারি চিকিৎসকের সঙ্গে।

২. নির্ভরযোগ্য তথ্য সরবরাহ
কোভিড-১৯, ডেঙ্গু, কলেরা, টাইফয়েডসহ নানা রোগের উপসর্গ, প্রতিরোধ, ও চিকিৎসা নিয়ে সরকার অনুমোদিত তথ্য।

৩. ওষুধ অর্ডার ও হোম ডেলিভারি
অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই ওষুধ কিনতে পারেন, যা নির্ধারিত সময়ে বাসায় পৌঁছে যাবে।

৪. হাসপাতাল বা ক্লিনিকের তথ্য
কোন হাসপাতাল বা টেস্ট সেন্টারে কোন সেবা পাওয়া যায়, তা জানা যায় ম্যাপসহ।

৫. টিকা সম্পর্কিত সেবা
কোভিড ভ্যাকসিনের ডোজের সময়, রেজিস্ট্রেশন, টিকা কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোডের সুবিধা।

৬. টেলিমেডিসিন সেবা
গ্রামাঞ্চলের মানুষ বা বাইরে যেতে না পারা রোগীরা ফোন বা অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরামর্শ পেতে পারেন।

কেএসকে/এএসএম

আরও পড়ুন