প্রতিদিন বাইক চালানোর আগে কী কী চেক করবেন?

প্রতিদিন বাইক চালানোর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত চেক করলে দুর্ঘটনার ঝুঁকি কমে, বাইকের আয়ু বাড়ে এবং রাস্তায় হঠাৎ কোনো সমস্যায় পড়ার সম্ভাবনাও কমে যায়। নিজের নিরাপত্তাও নিশ্চিত হয়। প্রতিদিন মাত্র ৫ মিনিট সময় দিলেই এই অভ্যাসটি তৈরি হয়ে যাবে।
জেনে নিন প্রতিদিন বাইক চালানোর আগে যেসব বিষয় চেক করবেন
ইঞ্জিন অয়েল
ইঞ্জিন অয়েল পর্যাপ্ত আছে কি না। এবং তা পরিষ্কার আছে কি না, তা দেখতে হবে। অয়েল কম থাকলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে এবং ক্ষতির সম্ভাবনা থাকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টায়ারের চাপ ও অবস্থা
টায়ারে ঠিকমতো বাতাস আছে কি না, তা চেক করুন (সামনে ও পেছনে)। টায়ারে কোনো ফাটা, কাটা বা খুব বেশি পরিধান হলে তা বদলে ফেলা উচিত।
ব্রেক সিস্টেম
সামনে ও পেছনের ব্রেক ঠিকমতো কাজ করে কি না যাচাই করুন। ব্রেক অয়েল (হাইড্রোলিক ব্রেক হলে) পর্যাপ্ত আছে কি না, তা দেখুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চেইন ও স্প্রকেট
চেইনে যথাযথ পরিমাণে গ্রিজ আছে কি না চেক করুন। চেইন খুব টাইট বা খুব ঢিলে না হয়, সেটা নিশ্চিত করুন।
লাইট, হর্ন ও সিগন্যাল
হেডলাইট, টেইল লাইট, ইন্ডিকেটর এবং হর্ন কাজ করছে কি না যাচাই করা জরুরি। রাতে বা বৃষ্টির দিনে এগুলো না থাকলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে।
বিজ্ঞাপন
ফুয়েল পর্যাপ্ত আছে কি না
ট্যাংকে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল/অকটেন আছে কি না, সেটা দেখে নিন। প্রয়োজনে রিজার্ভেও নজর দিন।
ক্লাচ ও গিয়ার সিস্টেম
ক্লাচ লিভার ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করুন। গিয়ার পরিবর্তনে কোনো সমস্যা হচ্ছে কি না চেক করুন।
সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড
স্ট্যান্ড ঠিকভাবে উঠানো হয়েছে কি না এবং ঝুলে আছে কি না দেখে নিন। অনেক সময় স্ট্যান্ড উঠানো না থাকলে বাইক বাঁকে গিয়ে পড়ে যেতে পারে।
বিজ্ঞাপন
ব্যাটারির অবস্থা
ব্যাটারি চার্জ ঠিক আছে কি না বুঝতে পারেন ইলেকট্রিক সিস্টেম (হেডলাইট, হর্ন) দেখে। ব্যাটারি লুজ হলে স্টার্ট নিতে সমস্যা হতে পারে।
মিরর ও কাগজপত্র
দুই পাশের রিয়ার ভিউ মিরর ঠিকভাবে সেট আছে কি না চেক করুন। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কপি, ইন্স্যুরেন্স এবং ফিটনেস কাগজ সঙ্গে আছে কি না নিশ্চিত করুন।
আরও কিছু টিপস
>> বৃষ্টির দিনে চালানোর আগে ব্রেক ও টায়ারের গ্রিপ বাড়তি সতর্কতায় চেক করুন।
>> মাঝে মাঝে হেলমেট ও রেইনকোটও ঠিকমতো আছে কি না দেখুন।
>> নতুন সড়কে গেলে গুগল ম্যাপ বা রাস্তার অবস্থা সম্পর্কে আগেই জেনে নিন।
বিজ্ঞাপন
- আরও পড়ুন
প্রথম বাইক কেনার ক্ষেত্রে কোন মডেল বেছে নেবেন
বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?
কেএসকে/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন